বার্সেলোনাকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লস ব্লাঙ্কোরা। রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে শীর্ষে ওঠতে পারেনি রিয়াল। তবে ড্র করলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, 'এটা পরিপূর্ণ এক ম্যাচ ছিলো কিছু ভুলসহ। কিন্তু আমার মনে হয় চূড়ান্ত ফলাফলে এতটা ক্ষতিগ্রস্ত হইনি। আমি মায়ার্কো, লাস পালমাসের বিপক্ষে ড্রগুলো নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু এখন আমাদের একটা শরীরী ভাষা আছে যা নতুন বছরের জন্য প্রতিশ্রুতিশীল।'
রিয়াল যে অ্যাপ্রোচে খেলেছে সেটা নিয়ে বেশ আশাবাদী আনচেলত্তি। তিনি বলেন, '২০২৫ সালে সামনে তাকিয়ে ইতিবাচক দেখছি। আমি হয়ত ভুল হতে পারি। খেলোয়াড়দের কাছ থেকে তীব্র ইচ্ছা আর উৎসাহ দেখা ভালো ব্যাপার।'
এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরেই থাকছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। টানা দ্বিতীয় ম্যাচেই বার্সাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করলো।