মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সঙ্গীকে খুঁজতে ২০০ কিলোমিটার পাড়ি দিল বাঘ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:০০

প্রাণিকুলে সঙ্গীর প্রতি ভালোবাসার অনেক নজির রয়েছে। তবে রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের দুটি বাঘ, বোরিস ও সভেতলায়া, নিজেদের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিচ্ছিন্ন হওয়ার পর সঙ্গী সভেতলায়াকে খুঁজে পেতে বোরিস দীর্ঘ তিন বছরে ২০০ কিলোমিটার পথ পাড়ি দেয়।  

এনডিটিভির এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০১২ সালে রাশিয়ার সিখোত-অ্যালিন পর্বত এলাকা থেকে মা-বাবা ছাড়া এই দুটি বাঘকে উদ্ধার করা হয়। মানুষের সংস্পর্শ এড়ানোর জন্য তাদের বন্যপ্রাণীদের সংরক্ষিত এলাকায় লালনপালন করা হয়। ১৮ মাস বয়স হলে তাদের প্রি-আমুর অঞ্চলে আলাদা করে মুক্ত করে দেওয়া হয়।  

বাঘ সাধারণত নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে ঘোরাফেরা করে। তবে বোরিস এর ব্যতিক্রম। তিন বছর ধরে অবিশ্বাস্যভাবে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সভেতলায়ার সঙ্গে পুনর্মিলিত হয়। ছয় মাস পর সভেতলায়া একটি বাঘশাবকের জন্ম দেয়।  

রাশিয়ার বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে তাদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বাঘ দুটির ওপর ট্র্যাকিং ডিভাইস বসানো হয়। সংরক্ষণবিদদের মতে, এই প্রকল্প বাঘের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।  

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) প্রধান লেখক ডেল মিক্যুয়েল বলেন, 'মা-বাবার ফেলে যাওয়া বাঘশাবকদের সংরক্ষিত পরিবেশে লালনপালন করে মুক্ত করলে তারা প্রকৃত শিকারিতে পরিণত হয় এবং বন্য পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়।'  

সাইবেরীয় বাঘ বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে। বোরিস ও সভেতলায়ার এই গল্প বাঘ সংরক্ষণ উদ্যোগকে নতুন আশা দিয়েছে।  

সংরক্ষণবিদরা মনে করছেন, এমন সফলতা সাইবেরীয় বাঘের প্রাকৃতিক পরিবেশে সংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে কাজ করবে। 

ইত্তেফাক/টিএইচ
 
unib