গ্র্যান্ড কাস্টমার ইভেন্টে অংশীদারদের সাফল্য উদযাপন ও শীর্ষ এজেন্টদের অসাধারণ অবদানের স্বীকৃতি দিয়েছে এয়ার কার্গো পরিষেবা প্রতিষ্ঠান ইন্ডিগো কার্গো। মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইভেন্টটি আয়োজন করে ইন্ডিগো কার্গোর জিএসএ, রেনেসাঁ অ্যাভিয়েশন সার্ভিসেস লিমিটেড। এটি এমজিএইচ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এতে শীর্ষস্থানীয় লজিস্টিক পার্টনার, এজেন্ট, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) প্রতিনিধি এবং বিমান বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইভেন্টে ইন্ডিগো কার্গোর চিফ কমার্শিয়াল অফিসার মার্ক সাচ, ভাইস প্রেসিডেন্ট ভিপিন মোহলা এবং এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ উপস্থিত ছিলেন।
ইন্ডিগো কার্গোর সেবায় অসাধারণ দক্ষতা দেখানোয় সেরা ১০ এজেন্টকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ এক্সপ্রেস কোম্পানি লিমিটেড, টোটাল ট্রান্সপোর্টেশন লিমিটেড, ডার্ট গ্লোবাল লজিস্টিকস (প্রা.) লিমিটেড, ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং লিমিটেড, ফ্রেইট ম্যানেজমেন্ট লিমিটেড, নিপ্পন এক্সপ্রেস, টাওয়ার ফ্রেইট লজিস্টিকস লিমিটেড, মেরিনার্স কার্গো সার্ভিসেস লিমিটেড, প্রেশিয়াস লজিস্টিকস (বিডি) লিমিটেড ও ইনফিনিটি কার্গো।