শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ব্রাইডাল মেকআপে নতুন যুগের সূচনা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯

বিয়ের মৌসুমে সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাতে মায়াবী গর্জিয়াস সাজে নজর কাড়েন ভক্তদের। এমন ছবি দেখে অনেকেই ভেবেছিলেন হঠাৎ কেন বিয়ের সাজে অপু বিশ্বাস।

যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেক আপ লঞ্চ করতে যাচ্ছে। এই উপলক্ষে একটা ওভিসি’র কাজ সম্পন্ন করেছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ। এতে মডেল ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য। ওভিসিটি ৩১শে ডিসেম্বর ২০২৪ ভিজুয়ালাইজ করা হবে।

স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল। এই ওভিসিতে পার্ল কিন্ডম এবং জেভার বাই আরোহি ব্র্যান্ডের স্বর্ণালঙ্কার এবং জেকে ফরেন ব্র্যান্ডের জামা পরিধান করে শুটিংয়ে অংশ নেন মডেলরা।

ব্রাইডাল মেক আপ এর সার্ভিসটি লঞ্চ হওয়া উপলক্ষে যমুনা গ্রুপের ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, “ভোগ লাইফস্টাইল লাউঞ্জ দেশের শ্রেষ্ঠ এবং অন্যতম ওয়েল ব্র্যান্ডেড স্পা এবং পার্লার সার্ভিস সেন্টার। এটা সৌন্দর্য সচেতন মানুষ নিয়ে কাজ করে। তারই অংশ হিসেবে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেক আপ সার্ভিসটি লঞ্চ করতে যাচ্ছে।” 

তিনি আরও বলেন, “ব্রাইডাল মেক আপ সার্ভিসটি নিতে সৌন্দর্য সচেতন নারীরা ভোগ লাইফস্টাইল লাউঞ্জকেই বেছে নিবে।”

উল্যেখ্য, ভোগ লাইফস্টাইল লাউঞ্জ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়ারি। এটি স্পা, পেডিকিউর, মেনিকিউর, ফেসিয়াল, হেয়ারকাট এবং হেয়ার কালার সহ বিভন্ন সেবা দিয়ে থাকে। ইতোমধ্যে এটা কাস্টমারদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।

ইত্তেফাক/এএইচপি