সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চার মাস বেতন পান না ১৮০০ শিক্ষক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০১:৪৯

জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিও দেওয়ার দাবি জানিয়েছে কারিগরি শিক্ষক ফেডারেশন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে কারিগরি শিক্ষক ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, এনটিআরসির মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগ পায় প্রায় ২ হাজার শিক্ষক। যোগ দেওয়ার চার মাস পার হলেও কারিগরি অধিদপ্তর এখন পর্যন্ত মাত্র ৮৫ জনকে এমপিও দিয়েছে। ফলে প্রায় ১৮০০ শিক্ষক পরিবার-পরিজন নিয়ে চার মাস বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। আমরা চাই যে, দ্রুত এসব শিক্ষকের এমপিও এবং যোগদান থেকে বেতনের ব্যবস্থা করা হয়।

এ সময় সংগঠনটির সভাপতি রেজাউল ইসলাম বলেন, এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় ২ হাজার শিক্ষক নিয়োগ পায়। তারা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চাকরিতে যোগ দিয়েছেন। অথচ ২ হাজার শিক্ষকের মধ্যে মাত্র ৮৫ জনকে ডিসেম্বর মাসে এমপিও দেওয়া হয়েছে। যারা জানুয়ারি মাসে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন হাতে পাবেন। যদিও তাদের যোগদানের পর থেকে বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতন দেওয়া হবে কি না, সেটারও নিশ্চয়তা নেই। তিনি বলেন, কারিগরি শিক্ষক ফেডারেশন এর মধ্যে দুবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে। কিন্তু বেতনের কোনো অগ্রগতি হয়নি। গত চার মাস ধরে প্রায় ২ হাজার শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঋণগ্রস্ত এসব শিক্ষক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছেন। দ্বিতীয় বার স্বাধীন হওয়া বাংলাদেশে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া বিনা বেতনে কাজ করানো অসাংবিধানিক এবং বেআইনি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনও।

এ সময় কারিগরি শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। এগুলো হলো জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিও দিতে হবে এবং যোগদানের তারিখ থেকে বেতন দিতে হবে, যাদের এমপিও হয়ে গেছে তাদের বকেয়া দিতে হবে। এ সময় মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোলাইমান কবিরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএন
 
unib