সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সেরা ব্রান্ডের সম্মান অর্জন করল ‘ডিপ্লোমা’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:২২

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪-এ দেশের ১ নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডারের খেতাব জিতে নিলো ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার! ঘন, মিষ্টি ক্রিমের স্বাদে সবাইকে মাতিয়ে ডিপ্লোমা এখন ঘরে ঘরে সবার প্রিয়। এন সার্চ ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এই চমকপ্রদ অনুষ্ঠানে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দিত ডিপ্লোমা পরিবার।

ডিপ্লোমার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অর্জন শুধু ডিপ্লোমার নয়, আপনাদের সবার, যারা ডিপ্লোমাকে বিশ্বাস করে এতো দূর নিয়ে এসেছেন। এই সাফল্যে সকল ভোক্তা, পার্টনার এবং শুভাকাঙ্ক্ষীর অবদান অনস্বীকার্য। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং অবিচল সমর্থনই এনে দিয়েছে এই সাফল্য। আরও সুস্বাদু ও মিষ্টি অভিজ্ঞতা দিতে ডিপ্লোমা চিরকাল প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৯২ সাল থেকেই ডিপ্লোমা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেরা মানের ফুল ক্রিম মিল্ক পাউডার। নিউজিল্যান্ডের বিশ্বখ্যাত দুগ্ধ প্রতিষ্ঠান ফন্টেরা থেকে আসা ডিপ্লোমার বিশেষ ফর্মুলা ডিপ্লোমা মিল্ক পাউডারকে দেয় এক অনন্য স্বাদ; যা বছরের পর বছর ধরে মুগ্ধ করে আসছে দেশের মানুষকে। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও ভরপুর ডিপ্লোমা। প্রয়োজনীয় ভিটামিন ও মি‌নারেলস সমৃদ্ধ ডিপ্লোমা সবার সুস্বাস্থ্যের খেয়ালও রাখে।

‘ডিপ্লোমা মিষ্টি লড়াই’-এর মতো আয়োজনে মিষ্টি প্রেমীদের উৎসাহিত করে ডিপ্লোমা খুলে দিচ্ছে নতুন নতুন সম্ভাবনার দুয়ার। ডিপ্লোমা এখন শুধু একটি ব্র্যান্ড নয়, একটি আবেগ, যা প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও মিষ্টি, আরও রঙিন।

ইত্তেফাক/এএইচপি