শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে  

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শীত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে কমে ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে, যা জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান শীতের প্রকোপ আরও কয়েক দিন থাকতে পারে।  

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) এ অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  

তাপমাত্রা কমে যাওয়ায় জেলার নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে। তবে রোববার সকাল থেকে সূর্যের দেখা মিলেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমতে শুরু করেছে।  

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল, তাপমাত্রা কমার সঙ্গে ঘন কুয়াশার প্রবণতা বাড়তে পারে। ফলে শীতের তীব্রতা আরও কিছুদিন অনুভূত হতে পারে। 

ইত্তেফাক/টিএইচ
 
unib