মুন্সীগঞ্জে বিকালে প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ম্যাচের একমাত্র গোলটি করেন ৬৮ মিনিটে শাকিল হোসেন। ম্যাচ সেরা পুরস্কারও তার হাতে উঠেছে। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলেছিলেন শাকিল। এ জয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে আবাহনী।
রহমতগঞ্জ ও ব্রাদার্সকে পেছনে ফেলার চেষ্টা করছিল আবাহনী। আপাতত ভালো অবস্থানে রয়েছে। ৮ খেলায় ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে। মুন্সীগঞ্জের এ মাঠেই আবাহনীর শেষ ম্যাচ ব্রাদার্সের বিপক্ষে ২৫ জানুয়ারি, শনিবার। সেই ম্যাচ জিততে পারলে অবস্থান কিছুটা মজবুত হবে।
অন্যদিকে সর্বনাশ হয়েছে বসুন্ধরা কিংসের। গতকাল লিগের ম্যাচে আবার ড্র করেছে। নিজেদের মাঠে বসুন্ধরা কিংস ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ১-১ গোলে ড্র করেছে, ফর্টিস এফসির বিপক্ষে। ১১ মিনিটে তপুর গোলে এগিয়ে ম্যাচ জয়ের আনন্দে তপুরা ভারতের দক্ষিণী ছবির স্টাইলে অঙ্গভঙ্গিমা করলেন।
কিন্তু সেই আনন্দ অন্ধকারে ডুবে যায় দ্বিতীয়ার্ধের খেলায়। ৬৩ মিনিটে আব্দুল্লাহর গোলে কিংসের সব আনন্দ ফিকে হয়ে যায় এবং ফর্টিস হার থেকে রক্ষা পায়, ১-১। ম্যাচ সেরা পুরস্কারও আব্দুল্লাহর হাতে ওঠে। ৮ খেলায় (৪ জয়, ২ ড্র, ২ হার) ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কিংস। পঞ্চম স্থানে ব্রাদার্সেরও ১৪ পয়েন্ট। প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ খেলা আগামী শুক্রবার ও শনিবার।