চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে- পাল্টাপাল্টি এমন অভিযোগ এনে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিএনপির দুই পক্ষ। সংঘর্ষের জের ধরে হামলা-মামলার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শনায়।
সবশেষ রোববার (১৯ জানুয়ারি) এ ঘটনায় রাজ হোসেন (৩০) ও সবুজ হোসেন (৩২) নামের দুই যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে- এমন অভিযোগ এনে গত শুক্রবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় সবশেষ শনিবার রাতে দুইশ’ জনকে আসামি করে দর্শনা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়।
দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার এস আই (সেকেন্ড অফিসার) অনুজ কুমার বলেন, ঘটনার পর শ্যামপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে যুবদল কর্মী রাজ হোসেন ও সবুজ হোসেন নামের দুই জনকে আটক করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে দর্শনা কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে দর্শনা পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত রহমান ও দর্শনা কলের ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ থানা ছাত্রদলের নেতাদের নিয়ে মোটরসাইকেল শোডাউন দেন এবং কেরু কোম্পানিতে যান। অপরদিক থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেল শোডাউন বের করেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দর্শনা পৌর বিএনপি সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টারের নেতাকর্মীরা পৌঁছলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা। সংঘর্ষের সময় আশপাশের বেশকিছু দোকান, বাড়িঘর ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়। শহরের মহাসড়কে দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকল শোডাউনে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।
দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চোয়ারম্যান আহাম্মদ আলি বলেন, নিজেদের মধ্যে এমন ঘটনা দুঃখজনক। অপরাধ করলে কেউ ছাড় পাবে না।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমির বলেন, এ ঘটনায় দুটি মামলা রেকর্ড হয়েছে। প্রতিটি মামলায় ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত দুইশ’ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।