বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

হুংকার দিয়ে হঠাৎ পর্যটকের মুখোমুখি একসঙ্গে তিন বাঘ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২০:২৬

সুন্দরবন বললেই প্রথমেই মনে ভেসে ওঠে রয়েল বেঙ্গল টাইগারের ছবি। সুন্দরবন ঘুরেও সেই বাঘের দেখা কতজনে পাননি সেই হিসেব নেই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। হঠাৎ হুংকার দিয়ে পর্যটকদের সামনে হাজির হলো একসঙ্গে তিন বাঘ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পর্যটকরা কিছুটা বিচলিত হলেও পরে চলে যায় বাঘগুলো।

পর্যটকরা জানান, কটকা এলাকা দিয়ে যাচিছল একটি লঞ্চ। এ সময় সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ হঠাৎ বেরিয়ে আসে। কিছু মুহূর্ত পরেই বেতমোর নদী পাড়ি দিয়ে আরও একটি বাঘ এসে একত্রিত হয়। তারপর তিনটি বাঘগুলো তর্জন গর্জন করতে তাকে। এক পর্যায়ে বেতমোড় থেকে আসা বাঘটিকে বাকি দুই বাঘ আক্রমণ করে নদীতে ফেলে দেয়। অনেকক্ষণ নদীতে ভাসার পর ওই বাঘটি বনের ভেতরে চলে যায়।

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ এম.ভি আলাস্কার খুলনার পর্যটক গাইড মো. আলামিন মুঠোফোনে বলেন, লঞ্চটি কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘ দেখা যায়। এসময় মুঠোফোনে ভিডিও ধারণ করি আমরা। 

এছাড়া গত ১৫ জানুয়ারি কটকা-কচিখালী বাউন্ডারির বাদামতলা এলাকায় এক সঙ্গে চারটি বাঘ ঘুরতে দেখেন  কটকা ফরেস্ট টহল দলের সদস্যরা। এর মধ্যে দুটি বাঘ ছিল বড়, আর দুটি ছোট। এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে চেন্দ্রশ্বর ফরেস্ট অফিসে এক সঙ্গে তিনটি বাঘের দেখা মিলেছিল।

শরণখোলা রেঞ্জের টাইগার টিমের সদস্য মো. আবুল আসলাম তুহিন বলেন, ২০২৩-২৪ সালের বাঘ শুমারিতে বাঘের সংখ্যা দাড়ায় ১২৫টি। ২০১৮ সালের জরিপে যা ছিলো ১১৪। সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে শরণখোলায় বাঘের অবস্থান বেশি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, চোরা শিকারির সংখ্যা কমে যাওয়া এবং সুস্থ আবাস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ইত্তেফাক/এপি
 
unib