শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মালয়েশিয়া-থাইল্যান্ড যাওয়ার পথে টেকনাফে রোহিঙ্গাসহ আটক ২০

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতিকালে ২০ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১৭ জন রোহিঙ্গা, ২ জন বাংলাদেশি ও একজন দালাল রয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালায় তাদের আটক করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মানবপাচারকারী একটি চক্র কচ্ছপিয়া এলাকায় রোহিঙ্গাদের পাচারের উদ্দেশ্যে জমায়েত করেছে। এসআই বদিউল আলমের নেতৃত্বে চালানো অভিযানে তাদেরকে আটক করা হয়।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা নৌপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জাফর আলমের বসতঘরের পেছনে তাদের জমায়েত করা হয়েছিল। পুলিশের সঙ্গে নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।’

ইত্তেফাক/এপি
 
unib