শরীয়তপুর জেলা কারাগারে ভারতীয় ২০ নাগরিকের সাজার মেয়াদ শেষ হলেও নিজ দেশ ভারতে ফিরতে পারছেন না। তারা দীর্ঘদিন ধরে শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।
বন্দিদের মধ্যে- ৫ জন বিহারে, ১ জন দিল্লির, ১ জন হরিয়ানা, ১ জন কাশ্মীর, ১ জন উত্তর প্রদেশ, ১ জন গুজরাট, ১ রাজস্থান, ৯ ভারতীয় নাগরিক ঠিকানা অজ্ঞাত। ২০ বন্দীর ভিতর ৪ জন মহিলা। এদের মধ্যে অধিকাংশ বন্দী বাংলা ভাষা বলতে ও বুঝতে পারেন না। এ কারণে অত্যন্ত মানবেতর দিন কাটছে তাদের। ভারত সরকারের সদিচ্ছার অভাবে তারা নিজ দেশে ফিরতে পারছেন না বলে অভিযোগ করা হচ্ছে।
শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, সাজার মেয়াদ শেষ হওয়া ২০ ভারতীয় নাগরিক নিজ দেশে প্রত্যাবসনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে ২০ জনেরই প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগেই অনুমোদন দিয়েছে।কিন্তু ভারতীয় হাই কমিশনের কোন অনুমোদন পাওয়া যায়নি।
সূত্রে আরও জানা যায়, গত দুই থেকে তিন বছরের মধ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে পদ্মা সেতু এলাকা থেকে আটক করা হয় ৪ নারী সহ ২২ ভারতীয় নাগরিককে। এরপর তারা বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হয়ে শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। দেড় থেকে দুই বছর আগে এদের সবারই সাজাভোগের মেয়াদ শেষ হলেও তারা এখনও জেল থেকে ছাড়া পাননি। কূটনৈতিক জটিলতায় হস্তান্তর সম্ভব না হওয়ায় তারা এখনও কারা ভোগ করে চলেছেন।
শরীয়তপুর কারাগারের জেলা জেল সুপার গোলাম দস্তগীর বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ২২ জন ভারতীয় নাগরিক গ্রেফতারের পর তারা শরীয়তপুর কারাগারে সাজাভোগ করেন। তাদের সবার সাজার মেয়াদ শেষ হয়েছে প্রায় দেড় থেকে দুই বছর আগে। কিন্তু একাধিকবার চিঠি চালাচালির পরেও ভারতীয় হাইকমিশনের ছাড়পত্র না পাওয়ায় তাদের হস্তান্তর করা এখনো সম্ভব হয়নি। এরমধ্যে দুই হাজতি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর প্রায় দুই বছর যাবত হাসপাতালের রয়েছে। কূটনৈতিক জটিলতার কারণে তাদেরও হস্তান্তর করা সম্ভব হচ্ছেনা। এদের পেছনে সরকারের লাখ লাখ টাকা অপচয় হচ্ছে। এ নিয়ে আমরা বিপাকে আছি।