বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় এক কৃষকের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে কৃষক কবীর হোসেনের বাড়ীতে গোগা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করে জানান কৃষক কবীর হোসেন। এ সময় আহত হয়েছে- আয়ুব হোসেন, মোক্তার আলী, কবীর হোসেন, ফারুক হোসেন ও জুলফিকার আলী।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯ টার সময় কবীর হোসেনের বাড়ীতে ৫০/৬০ জন লোক এসে তার বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের ৬ জন কে বেদম মারপিট করে। এ সময় তারা বাড়ীতে থাকা মহিলাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
কৃষক কবীর হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। কবীর হোসেনের এ জমিটি দীর্ঘ ১২ বছর ধরে জবর দখল করে আসছিল ইসমাইল হোসেন। গত ৫ ই আগস্টের পর কবীর হোসেন তার জমিটি ফেরত নিলে দু-পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে বিচার ও সালিশ হয়েছে কয়েক বার। গত কয়েকদিন আগে গোগা ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দার কবীরের কাছে ২লাখ টাকা চাঁদা চাই বিষয়টি মীমাংসা করার জন্য কিন্তু কবীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে বিএনপি নেতা হামিদ সরদার কালিয়ানী গ্রামের আরিফ হোসেন, গোপাল পুরের বোমাবাজ ফারুক, ইছাপুর গ্রামের জুলফিকারসহ হামলা চালায় কবীরের পরিবারের উপর। শনিবার রাত ১০ টা থেকে এলাকাটি পুলিশ ও বিজিবির নজরদারিতে রয়েছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে সরজমিনে গিয়েছি। তদন্ত চলছে বিষয়টি নিয়ে।