বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

দনিয়ায় ছুরিকাঘাতে প্রকৌশলী খুন

রাজনৈতিক বিরোধের জের বলে দাবি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:০০

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় মিনহাজুর রহমান (২৫) নামে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্বজন ও বন্ধুরা অভিযোগ করেন, তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। রাজনৈতিক বিরোধের জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হত্যা করে।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার হারুনর রশীদ বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটে তা এখনই বলা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।    

নিহতের ভগ্নীপতি খালিদ মাহফুজ বলেন, বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করে সফটওয়্যার ফার্মে চাকরি করছিলেন মিনহাজ। তার বাসা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের তুষারধারা এলাকায়। তার বাবা হাফেজ কারী মো. রফিকুল ইসলাম ওলামা দলের নেতা। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরে। তিন ভাই এক বোনের মধ্যে ছোট ছিলেন মিনহাজ। তিনি বিবাহিত। তার স্ত্রী সন্তানসম্ভবা বলে জানা গেছে।

নিহতের বন্ধু মো. শামীম জানান, বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মাহফুজসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী মিনহাজকে এলোপাতারি ছুরিকাঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরে খবর পেয়ে তারা মিনহাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। 

অবশ্য পুলিশের একটি সূত্র বলছে, সেখানে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর একপর্যায়ে মিনহাজকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে রাত পৌনে ৮টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এমএএম
 
unib