শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিল সমর্থকরা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে থানা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় তাকে আটক করে ফেরার পথে বাধা দেয় তার সমর্থকরা। এক পর্যায়ে তারা একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় আব্দুল ওহাবকে। পরে ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।

পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিল সমর্থকরা

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ইত্তেফাককে জানান, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে আব্দুল ওহাবের বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাকে আটক করতে গেলে তার সমর্থকরা আমাদের বাঁধা দেয়, তাই পুলিশ কৌশলগত কারণে তাকে ছেড়ে দেয়। তবে তাকে আটক করতে অভিযান অব্যহত থাকবে। 

ইত্তেফাক/এনএ
 
unib