বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেছে বাংলাদেশি কিশোরের পা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তরিক উদ্দিন  (১৮) নামের এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূণ্য রেখায় ৪৮ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। সেখানকার বিদ্রোহীরা এ মাইন  পুঁতে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

আহত তরিক উদ্দিন (১৮) কক্সবাজার জেলার রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদ  ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, তরিক উদ্দিনসহ আরও অনেকের বিরুদ্ধে চোরাকারবারের অভিযোগ রয়েছে। সোমবার তারা সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের কাছে পয়েন্টে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত তরিক উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের  আহত হওয়ার খবর শুনেছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।

এর আগে ২৪ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উপজেলার ফুলতলী এবং লেম্বুছড়ি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি গুরুতর আহত হন।

ইত্তেফাক/এপি
 
unib