শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ২০ বাড়িতে লুটপাট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৫

মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই দলের নেতার বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেরার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এ ঘটনা ঘটে।

ফুসরা গ্রামটি কানাইপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষের নেতৃত্ব দেন আক্কাস মাতুব্বর। তিনি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অপর পক্ষের নেতৃত্ব দেন হাশেম খান। তিনি ওই ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে এলাকার একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই ফরিদপুর কোতোয়ালি পুলিশের একটি দল ঘটনাস্থলে যান এবং দুই পক্ষের সঙ্গে কথা বলেন। পুলিশের কাছে দুই পক্ষের লোকজন প্রতিশ্রুতি দেন, তার আর সংঘর্ষে জড়াবেন না। তবে সোমবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে আবারও এলাকায় ‍উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আক্কাস মাতুব্বর বলেন, ‘রোববার রাতে পুলিশের মধ্যস্থতায় আমরা সংঘর্ষে লিপ্ত হব না বলে কথা দিয়েছিলাম। আমি তা মেনে নিলেও হাশেম খান তা মানেননি । তার সমর্থকেরা অতর্কিত আজ সকালে আমার বাড়িসহ আমার সমর্থকদের বাড়িতে হামলা করেন। তার বাড়ি ভাঙচুর ও গরু–ছাগল লুট করেছেন।’

এই অভিযোগ অস্বীকার করে হাশেম খান বলেন, ‘আক্কাসের সমর্থকেরা আমার বাড়িতে হামলা করে ভাঙচুর করেছেন।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

ইত্তেফাক/এপি
 
unib