রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সিটি গ্রুপের নতুন চমক ‘টুটি টুইস্ট’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০

সিটি গ্রুপের কনসার্ন রূপসী ফুডস লিমিটেড বাজারে এনেছে তাদের প্রথম চুইংগাম ‘টুটি টুইস্ট’। ইউরোপিয়ান টেকনোলজি, রেসিপি ও উপাদানে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হয়েছে এ চুইংগাম। এতে আছে টুটি ফ্রুটি ফ্লেভার আর কুলনেসের ম্যাজিকাল কম্বিনেশন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে কনফেকশনারি সেলস কনফারেন্সে টুটি টুইস্ট সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারির ডিরেক্টর আবু জাফর মোহাম্মদ নঈম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার, কনফেকশনারি কাজী মামুনুর রশীদ। 

২০২২ সালে প্রতিষ্ঠিত হয় রূপসী ফুডস লিমিটেড, কনফেকশনারি। দারুণ ফ্লেভার ও অনন্য স্বাদের জেলি ক্যান্ডি জেলফি দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি খুব দ্রুত জয় করে নেয় মানুষের হৃদয়। এরপর একে একে মিন্ট ফ্লেভারে মিন্টি, কফির স্বাদে কফিটপি, ক্যারামেল ও মাখনের স্বাদে ফিল-ও, ক্যারামেলোসহ এ যাত্রায় যোগ হয় আরও ৮টি ব্র্যান্ড।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib