নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন জামায়াতের আমির লোকমান কবিরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থানে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
এ নিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলের পর মঙ্গলবার জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে নজরপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এতে নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা গোলজার হোসেন, বোরহান পাঠানসহ বিএনপির নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সোমবার বিতরণ অনুষ্ঠানে কম্বল না পেয়ে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের উপর হামলা চালায় আগত ব্যক্তিরা। বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে। পাশাপাশি শহরে তারা বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদেরকে কলুষিত করার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবেই জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এসব করছে।
মূলত এর আগে সোমাবার রেড ক্রিসেন্ট কর্তৃক এই এলাকার গরীর-অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। কম্বল বিতরণকে কেন্দ্র করে সেখানে হট্টোগোলের সৃষ্টি হয়। পরে সেখানে জামায়াতের আমিরের ওপর হামলার অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে সোমবার এশার নামাজের পর একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবিরের জেলা ও স্থানীয় শাখার সদস্যরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানায় শিবির নেতৃবৃন্দ।