বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে ইসি অভিমুখে রোডমার্চ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৬

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা (কুমিল্লা সদর দক্ষিণ ও বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড)কে পুনর্বহালের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন অভিমুখে রোডমার্চ করছে কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

আজ সকাল ৮ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নূরজাহান থেকে ঢাকাস্থ সদর দক্ষিণ-লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা শুরু করেন।

রাজধানীতে থেকে এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ ও সংসদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। 

কুমিল্লায় রোডমার্চের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আখতার হোসাইন।

নতুন নির্বাচন কমিশনের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, এর মধ্যমে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করা হয়েছে। আমরা নতুন নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি

কুমিল্লা ৯ নির্বাচন এলাকা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যে কোনো মূল্যে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে বলে জানান তিনি।  

এর আগে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা (সদর দক্ষিণ ও লাকসাম উত্তর) সদর দক্ষিণ সংসদীয় আসনটি গঠিত হয় ১৯৮৬ সালে। কুমিল্লা-৯ নির্বাচনী আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ সালে (২টি) ২০০১ সালের নির্বাচনসহ ৬টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করার সময় সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাকে তিনভাগে বিভক্ত করে এ আসনটি বিলুপ্ত করা হয়। যার ফলে কুমিল্লা জেলায় ১টি আসন কমে আসন সংখ্যা দাঁড়ায় ১১টিতে। উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী আসনটি পুনর্বহালের। 

উক্ত দাবীতে ইতিমধ্যে বিএনপি ও ঐক্য সংহতি পরিষদের ব্যানারে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস অভিমুখে লংমার্চ, প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। 

ইত্তেফাক/এএইচপি
 
unib