শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু, ৩ মেয়ে হাসপাতালে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের স্বামীর জেরে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে আত্মহত্যা করেছে শারমিন খাতুন (২৮) নামের এক গৃহবধূ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। শারমিন উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁ দিঘিপাড়ার মুরাদ প্রামানিকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন গ্যাস ট্যাবলেট খেয়ে তার তিন মেয়েকেও খাওয়ানোর চেষ্টা করে। পরে টের পেয়ে তার স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে তাকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে রেফার্ড করা হয় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারমিনের মৃত্যু হয়।

এদিকে তার জমজ ২ মেয়ে মিম ও জিম (৮) এবং সিনহা অসুস্থ হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের বর্তমান অবস্থা আশংকামুক্ত।

শারমিনের বাবা অভিযোগ করেন, আমার মেয়েকে কয়েকদিন আগে নির্যাতন করেছিলো তার জামাই। পারিবারিক কলহ লেগে ছিলো। আমি মেয়ে হত্যার বিচার চাই।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানা পুলিশ অবগত রয়েছে। কি কারনে গ্যাস ট্যাবলেট খেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এপি
 
unib