বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নির্বাচন ও সমন্বয় ইস্যুতে ‘জাতীয় ঐকমত্যের সন্ধানে’ শীর্ষক সংলাপ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯

সাউদার্ন ইউনিভার্সিটিতে সংস্কার, নির্বাচন ও সমন্বয় ইস্যুতে ‘জাতীয় ঐকমত্যের সন্ধানে’ শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আরেফিননগর সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের হল রুমে এই আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) ও সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য প্রফেসর ড. এ কে এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিআরএসবিডি'র নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ।

সংলাপ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ মডারেটর হিসাবে সংস্কার, নির্বাচন, সমন্বয় এবং ঐক্যমত বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নছরুল কদির এবং সাউদার্ন ইউনিভার্সিটি উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, সাংবাদিক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দারী ও ৭১টিভি সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সমন্বয়ক ইমন আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।

সংলাপ অনুষ্ঠানে ৫ আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সংলাপে বক্তাগণ জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের সব প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেন।

বক্তাগণ সংস্কারের প্রতি গুরুত্বারোপ করে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। বিশেষ করে পুলিশ সংস্কার, বিচার বিভাগের সংস্কার, প্রশাসনের সংস্কার, রাজনৈতিক সংস্কার, আর্থ সামাজিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংলাপ অনুষ্ঠানে সাউদার্ন ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি ও জুলাই আন্দোলনের সমন্বয়কেরা তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে দেশ ও জাতির প্রতি তাদের ভাবনা তুলে ধরেন। একইসঙ্গে জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib