বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ৭ম বারের মতো দৌড়ের আয়োজন করেছে হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহণ। 'রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস ২০২৫' শিরোনামে এই আয়োজনে ক্যান্সার সারভাইভারসহ শিক্ষক, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও নানা শ্রেণি পেশার চার শতাধিক অংশগ্রহণ করেন।
দৌড়টি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ৮টায় শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে টিএসসি অতিক্রম করে ভিসি চত্বর দিয়ে স্বাধীনতা সংগ্রাম চত্বর দিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
দৌড়ে অতিথি ছিলেন হুমায়ূন আহমেদ এর ছোট ভাই কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, এভারেষ্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, দুইবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত, মিউজিশিয়ান ও ট্রাভেলার কনক আদিত্য, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ড. মুমিত আল রশিদ। আরও ছিলেন বিশ্ব পর্যাটক ও লেখক এলিহা বিনতে এলাহি, আয়রন ম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও আয়রন ম্যান ৭০.৩ চ্যাম্পিয়ন ফিনিশার আরাফাত হোসেন প্রমুখ।
অতিথির বক্তব্যে আহসান হাবীব বলেন, ক্যান্সার সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরচর্চা করতে হবে। দৌড় হতে পারে খুবই ভালো শারীরিক ব্যায়াম। এ সময় অন্যরাও ক্যান্সার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং হিমু পরিবহণের এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা ব্যক্তি উদ্যোগ ও কেন্দ্রীয়ভাবে সুস্থ জীবন চর্চার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন। দৌড় শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।
রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস ২০২৫ এর নিবন্ধন থেকে প্রাপ্ত অর্থ সমাজ সেবা অধিদপ্তর এর মাধ্যমে ঢাকা মেডিকেল এর ইউনিটে দেওয়া হয়। বিকন ফার্মাসিটিকলস পিএলসি ও হেলথ কেয়ার ফার্মাসিটিকেলস লিমিটেড এর সহযোগিতায় হিমু পরিবহণ ক্যানসার সচেতনতায় দৌড়টি আয়োজন করে।