বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পটুয়াখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রতিবাদ করায় স্বজনদের মারধর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪

পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের প্রতিবাদ করায় ওই কিশোরীর মা ও ফুপুকে মারধরের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করেছেন। স্বজনদের মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তাররা হলেন- সেলিম হাওলাদার ও হাসান হাওলাদার। এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন হাওলাদার এখনও পলাতক।

এদিকে শুক্রবার রাতেই পুলিশ কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর মারধরে আহত কিশোরীর মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কিশোরীর ময়না আক্তার (ছদ্মনাম) মা অভিযোগ করেন, শুক্রবার দুপুর ১২টার দিকে প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান। ওই সময় হোসেন হাওলাদার তার মেয়েকে ডেকে পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে ছুটে আসেন ময়না আক্তার। তখন হোসেন পালিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেছেন, এ নিয়ে তিনি প্রতিবাদ ও বিচার দাবি করায় হোসেনের বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসান হাওলাদার তাকে ও কিশোরীর ফুফুকে মারধর করে। ঘটনার পর থেকে হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর স্বজনদের মারধরের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/এপি
 
unib