প্রাণের কাব্য সম্মেলন ২০২৪ আয়োজন করেছে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ। সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সভাপতি মুহা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কাব্য সম্মেলন উদ্বোধন করেন কবি ও ঔপন্যাসিক মোহাম্মদ আলমগীর জুয়েল।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী। প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান পিভিএমএস। বিশেষ আলোচক হিসেবে ছিলেন কবি কথাসাহিত্যিক এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন।
এ ছাড়া আলোচক হিসেবে ছিলেন কবি ও সংগঠক মো. আমিনুল ইসলাম, কবি ও সংগঠক ডাঃ আব্দুল হাকিম, কবি ও সংগঠক মুহাম্মদ আমির হোসেন, লেখক ও সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যানুরাগী মো. আবুল বাশার আকন, কবি ও গবেষক বেলায়েত হোসেন, জহিরুল ইসলাম ও জহিরুল হক বিদ্যুৎ প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। সাহিত্যিকদের আত্মার মেলবন্ধন সৃষ্টির রূপরেখা হিসেবে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ এগিয়ে চলবে বলে প্রত্যাশা করেন তারা। সঞ্চালনায় ছিলেন কবি ও বাচিকশিল্পী জাহানারা রেখা এবং তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা।
অনুষ্ঠানে সাহিত্য ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাণের মেলা সাহিত্য সম্মাননা, গুনী ব্যক্তিত্ব সম্মাননা ও প্রাণের মেলা সাহিত্য ২০২৪ সম্মাননা প্রদান করা হয়।