শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শিল্পপতি দাদাকে হত্যা করল নাতি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

ভারতের হায়দ্রাবাদে সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের জেরে ৮৬ বছর বয়সী শিল্পপতি ভেলামতি চন্দ্রশেখর জনার্দন রাওকে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেছে তার নাতি। এ ঘটনায় নাতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং গভীর তদন্ত চলছে।

ইন্ডিয়া টুদের প্রতিবেদন বলছে, ঘটনা মূলত তুমুল বাকবিতণ্ডার জেরে ঘটেছে। ২৯ বছরের নাতি কিলারু কীর্তি তেজা ভেলজান গ্রুপের চেয়ারম্যান রাওয়ের বিরুদ্ধে সম্পত্তি বণ্টনের অন্যায্যতার অভিযোগ তোলেন।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাকে পৈতৃক সম্পত্তির অংশ হিসাবে ৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে তিনি তা নিতে নাজার ছিলেন। বিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসময় নাতি দাদাকে ৭০ বার ছুরিকাঘাত করে।

এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তেজার মা সরোজিনী দেবী বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নাতি তেজা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে হায়দরাবাদে ফিরে এসেছেন। যখন বিবাদ ও আক্রমণের ঘটনা ঘটে, তখন তিনি মায়ের সাথে দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

জনার্দন রাও ভারতের একজন সুপরিচিত শিল্পপতি এবং সমাজসেবী ছিলেন। তার জাহাজ নির্মাণ, শক্তি এবং শিল্প-প্রয়োগসহ একাধিক ক্ষেত্রে অবদান ছিল।

ইত্তেফাক/এসকে
 
unib