শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ময়মনসিংহে ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮

ময়মনসিংহের গৌরীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ও রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান খসরুজ্জামান বাবুল,ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

গৌরীপুর থানা সূত্রে জানা যায়, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সোমবার দেওয়ান খসরুজ্জামান বাবুলকে ভুটিয়ারকোনা বাজার থেকে, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদকে গাজীপুর বাজার থেকে এবং রোববার রাতে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার জানান, ডেভিল হান্ট অভিযানে ৩ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে, কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি
 
unib