শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গাজীপুরে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কার্যক্রম শুরু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩

গাজীপুরের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন 
সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি। 

আরও ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার, দপ্তর সম্পাদক রাকিব সরকার ও সহ দপ্তর সম্পাদক হিমেল।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib