বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য, রাহুল গান্ধীকে আদালতের তলব  

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪০

ভারতীয় সেনাবাহিনীকে হেয় করে মন্তব্য করার অভিযোগে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের এমপি এমএলএ আদালত। ইতোমধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে। খবর এনডিটিভির। 

লক্ষ্ণৌয়ের এই আদালতটি মূলত বিশেষায়িত যেখানে শুধু এমপি ও বিধায়কদের মামলার বিচার হয়। ভারতীয় সেনাবাহিনীর অধীন সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের (ব্রো) সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের দায়ের করা একটি মামলার ভিত্তিতে রাহুল গান্ধীকে তলব করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন আদালতে হাজির হতে হবে তাকে। 

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচির সময়ে এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা। 

এ ধরনের বক্তব্য একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির জন্য অপ্রত্যাশিত এবং এটি ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে, অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে। 

তবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন যে, রাহুল গান্ধী মূলত কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ্য করেই ওই মন্তব্য করেছিলেন। তার বক্তব্য সেনাবাহিনীর প্রতি কোনো অবমাননা ছিল না।

ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বরাবরই বিজেপির কঠোর সমালোচক। বিজেপিও অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই। দলটির অনেক নেতা ইতোমধ্যে রাহুলকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন। অনেকে এমন অভিযোগও তুলেছেন যে নিজের পিতার নামে করা সংস্থা রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য রাহুল ও তার পরিবারের সদস্যরা নিয়মিত চীনের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন। তবে এসব দুর্নাম রাহুলকে বিজেপির সমালোচনা করা থেকে ঠেকাতে পারেনি।

ইত্তেফাক/আরএস/এমএস
 
unib