ফরিদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কের আদমপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইকের চালক আবুল হাসেম পাট্টাদার (৩০) ও যাত্রী লাবলু শেখ (৩২)।
জানা গেছে, ইজিবাইকটি খলিল মণ্ডলের হাট থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথে সড়কের খানাখন্দ থাকা অংশে বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়। এতে এটি দুমড়েমুচড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ট্রাকটি রাস্তার পাশের পড়ে উল্টে যায়। তখন ট্রাকচালক ও সহকারী দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ইজিবাইকের হতাহত আরোহীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজন মারা গেছেন।