শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বগুড়ায় পার্ক থেকে ৯ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯

বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের এবং বগুড়া— সান্তাহারে এলাকায় ‘রাবেয়া পার্ক অ্যান্ড রিসোর্টে’ অভিযান চালিয়ে ৯ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করেছে বনবিভাগ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বন বিভাগের অনুমতি ছাড়া ওই পার্কে রাখা ২ টি হনুমান, ৫ টি সবুজ টিয়া, ১ টি মদন টিয়া, ১ টি শঙ্খ চিল, ২ টি রেফস বানর, ৩ টি ভুবন চিলের বাচ্চা, ৪ টি ডাহুক,১ টি পাতি সারলি এবং ৪ টি বেগুনী কালিম উদ্ধার করে।

বন্যপ্রাণী অপরাধ দমন টিম এর পরিদর্শক অসিম মল্লিক জানান, জব্দ করা বন্যপ্রাণীর মধ্যে পাখি জাতীয় প্রাণিদের আকাশে অবমুক্ত করা হয় এবং বাকি প্রাণিদের রাজশাহী বন বিভাগে নিয়ে যাওয়া হবে।

ইত্তেফাক/এপি
 
unib