রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের বার্তা সংস্থা এনএএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-আদাইসাহ শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী বিনতে জাবিল শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং আইতা আল-শাব সীমান্তবর্তী এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে। ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় লেবাননে নারী-শিশুসহ প্রায় ৯০০ জন 
নিহত ও আহত হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায়। এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় ইসরায়েল।

ইত্তেফাক/এসকে
 
unib