আগামী কয়েক মাসের মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা ভাবছে ইসরায়েল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চলতি বছরের প্রাক্কালে এবং কয়েক সপ্তাহ পরে আরেকটি প্রতিবেদন উপস্থাপন করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি নেতৃত্ব ২০২৫ সালে 'ইরানের পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য হামলার কথা বিবেচনা করছে'।
এর একদিন পর আরেক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের গোয়েন্দা অধিদপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০২৫ সালের প্রথম ছয় মাসের মধ্যে ইরানের ফোরদো ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালানো হতে পারে।
সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েল বিশ্বাস করে যে, অক্টোবরের শেষের দিকে হামলার ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা-সম্পর্কিত অর্থনৈতিক সঙ্কটের কারণে তেহরান আরও অরক্ষিত।
পত্রিকাটির মতে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, ইসরায়েল ইরানের আকাশসীমার বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বা লক্ষ্যবস্তুর উপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান থেকে বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে বেশি আগ্রহী বলে মনে করেন।
ইরান সম্প্রতি ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ করতে প্রস্তুত। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে স্পষ্ট করে দিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র অনুসরণ করছে, এটি যদি যুক্তরাষ্ট্রের প্রধান বাধা হয়, তবে এটি সমাধান করা যেতে পারে।
চলতি সপ্তাহের শুরুতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সবাই মনে করে আমাদের সাহায্য বা অনুমোদন নিয়ে ইসরায়েল ভেতরে (ইরানের অভ্যন্তরে) ঢুকে তাদের ওপর বোমা হামলা চালাবে। গত মাসেও ট্রাম্প আশা প্রকাশ করেছিলে, ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে রাজি হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান বিশ্ব শক্তিগুলোর সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি সই করে। নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।