শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

প্রাক্তনকে ‘শিক্ষা দিতে’ ১০০ পিৎজা পাঠালেন তরুণী!  

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬

প্রাক্তন প্রেমিককে ‘শিক্ষা দিতে’ ১০০ পিৎজা পাঠিয়েছেন এক তরুণী। শুনতে অবাক করার মতো হলেও ভারতের হরিয়ানার গুরুগাওয়ে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সাবেক প্রেমিককে ১০০ পিৎজা পাঠান এক তরুণী। তবে এর পেছনে বিশদ কারণ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী আয়ুশি রাওয়াতের তার প্রাক্তন প্রেমিককে ‘উচিত শিক্ষা’ দিতেই ভ্যালেন্টাইন্স ডে'কে বেছে নেন ।  

আয়ুশি অনলাইনে পিৎজা অর্ডার করেন। ক্যাশ অন ডেলিভারি (সিওডি) করে সেটি প্রাক্তন প্রেমিক যশ সাঙ্ঘভির ঠিকানায় পাঠিয়ে দেন- যেন তাকে পিৎজার সব টাকা পরিশোধ করতে হয়।

এনডিটিভি বলছে, এক ব্যক্তির দরজায় ১০০টি পিৎজা বাক্সের সঙ্গে ডেলিভারি ম্যানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

যশের বাড়ির সামনে এতগুলো পিৎজার বাক্স দেখে স্থানীয়দের অনেকেই হতবাক হয়ে যান। তবে এই ঘটনা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটাকে সম্পর্ক ভাঙার প্রতিশোধও বলছেন। তবে কেউ আবার পুরোটাই চমক বলে দাবি করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এর কোনও মানে হয় না। মেয়েটি নিজের নম্বর থেকে অর্ডার করলে ছেলেটি অস্বীকার করতেই পারতো। সেক্ষেত্রে মেয়েটি সমস্যায় পড়বে।

আরেকজন বলেছেন, এত বড় অর্ডার ক্যাশ অন ডেলিভারি হতে পারে না। তৃতীয় আরেকজন লিখেছেন, আপনি সিওডি-তে এই ধরনের অর্ডার দিতে পারবেন না। কারও কারও কাছে এটি ছিল, খাদ্য এবং সম্পদের অপচয়।

তবে শেষমেশ এসব পিৎজার বিল কাকে পরিশোধ করতে হয়েছে- সেই সম্পর্কে কিছু জানা যায়নি। 

ইত্তেফাক/এনটিএম/এসআর
 
unib