ভারতের গোয়া শহরে ২০১৭ সালের মার্চে ২৫ বছর বয়সী আইরিশ বংশোদ্ভূত এক পর্যটককে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ ৮ বছর ধরে মামলা চলার পর সোমবার (১৭ ফেব্রুয়ারি) গোয়া শহরের একটি আদালত সাজা ঘোষণা করেন।
এনডিটিভি জানিয়েছে, পশ্চিম গোয়ার জেলা ও দায়রা আদালতের বিচারক ক্ষমা জোশী ৩১ বছর বয়সী ভিকট ভগতকে দোষী সাব্যস্ত করেন। বিচারক দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ধর্ষণ ও হত্যার জন্য ২৫ হাজার এবং প্রমাণ নষ্টের জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ছিল ২০১৭ সালের ১৩ মার্চের। হিন্দুদের হোলি উৎসবকে ঘিরে গোয়ায় বেশ ভিড় জমেছিল। বহু পর্যটকের মতোই আইরিশ-ব্রিটিশের নারী ড্যানিয়েল ম্যাকলাফিনও ছিলেন সেখানে। তিনি উত্তর পশ্চিম আয়ারল্যান্ডের ডোনেগালের বাসিন্দা ছিলেন। গোয়া খুব পছন্দের জায়গা ছিল তার।
হোলি উৎসবে ভ্রমণের সময় গোয়ায় ভিকট ভগতের সঙ্গে বন্ধুত্ব হয় ম্যাকলাফিনের। পরে ভিকট তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দিয়েছিল দক্ষিণ গোয়ার কানাকোনা গ্রামের একটি বনাঞ্চলে। পরবর্তীতে ২০১৭ সালের ১৪ মার্চ তার লাশ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ।
রায়ের পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ড্যানিয়েলের পরিবার ও বন্ধু হিসাবে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের সঙ্গে জড়িত প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।