শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বইমেলায় আহমেদ মেরাজের ‘বিচ্ছেদ যন্ত্রণার কোনো উদযাপন হয় না’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

বইমেলা চলছে। বসন্তের বাতাসের সাথে নানা রকমের বইয়ের মাঝে নানা রকম গন্ধ।  এর মাঝে আমরা থমকে দাঁড়ালাম নীল প্রচ্ছদে মোড়ানো একটা কাব্যগ্রন্থের সামনে। বইয়ের নাম 'বিচ্ছেদ যন্ত্রণার কোনো উদযাপন হয় না'। কবির প্রথম প্রকাশিত বই। কবি আহমেদ মেরাজ তার বই এ খুব সুন্দর ও সাবলীল ভাষায় বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে কবিতা বুনন করেছেন। 

আমাদের অনেকের ধারণা বিচ্ছেদ যন্ত্রণা মানেই হল শুধুমাত্র প্রেম বিরহ। কিন্তু আহমেদ মেরাজ তার কাব্যগ্রন্থে বলতে চেয়েছেন বিচ্ছেদ যন্ত্রণা আসলে মানব জীবনে এর এক অবিচ্ছেদ্য অংশ। এটিকে এড়িয়ে যাওয়া যায় না।

এটি এমন এক গভীর কষ্ট, যা কখনো উদযাপিত হয় না, কারো সঙ্গে ভাগ করাও যায় না।এ ব্যথার জন্য নেই কোনো ডাক্তার, নেই কোনো ওষুধ। কাছের মানুষকে বোঝানোর ভাষা থাকে না, কেউ অনুভব করতে পারে না এর প্রকৃত গভীরতা। এই যন্ত্রণা ভেতর থেকে গুঁড়িয়ে দেয়, ধীরে ধীরে মিলিয়ে দেয় মাটির সাথে, কখনো কখনো ঠেলে দেয় আত্মহত্যার প্রান্তসীমায়।

বিচ্ছেদের যন্ত্রণা একান্তই একাকী, একান্তই নিজের। তাই যাদের মনোজগতে এমন শূন্যতা কাজ করে, তাদের জন্য এই কাব্যগ্রন্থ হতে পারে একটুখানি প্রশান্তি, হতে পারে নিরাময়ের এক নীরব প্রদীপ৷ 

কবি আহমেদ মেরাজ যিনি তার পরিচিত মহলে গল্পকার হিসেবেই পরিচিত ছিলেন। কিন্ত তার প্রথম বইটি একটি কাব্যগ্রন্থ এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আসলে ভবিষ্যৎ আমরা কেঊ জানি না! জীবন কখন কাঊকে কোথায় নিয়ে চলে আসে আমরা জানতেই পারি না।

বই প্রকাশের অনুভুতি জানতে চাইলে বলেন -স্বপ্নপূরণের মূলত কোনো ভাষা থাকে না, কোনো শব্দও নেই। আর প্রথম বই সবসময় এক অদ্ভুত স্বপ্নের নাম। বললেন, আমার প্রথম বই প্রকাশের অনুভূতি ভাষাহীন এক বিস্ময়ের মতো, যেখানে আমি নিজেই কিছুটা অভিভূত। জীবনে যখন বিস্মিত হওয়া বন্ধ হয়ে গিয়েছিল, তখন বিচ্ছেদের যন্ত্রণার কোনো উদযাপন হয় না আমার কাছে প্রতিদিন এক নতুন বিস্ময় হয়ে ধরা দিল।

বইটি পাওয়া যাচ্ছ অমর একুশে বইমেলায়  স্টল নাম্বার ১১৬ পানকৌড়ি স্টলে। আশাকরি বইমেলা থেকে ঘুরে আসার সময় এই বই আপনার বন্ধু হয়ে আপনার ঘরের বুক শেলফে জায়গা করে নেবে। কখনো জায়গা করে নিবে আপনার বিকেল থেকে সন্ধ্যাগুলোতে..

ইত্তেফাক/জেডএইচডি
 
unib