মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বইমেলায় মাহতাব হোসেনের থ্রিলার উপন্যাস ‘৩ নম্বর প্ল্যাটফর্ম’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮

বিহারের পূর্ণিয়ায় সুশান্ত সিং রাজপুতের বাড়িতে হাজির হয়েছিল অরূপ। চোরাইপথে বিএসএফের বন্দুকের গুলি উপেক্ষা করে সেই অভিযান, সেই রহস্য উন্মোচন কিংবা ঢাকার মোহাম্মদপুরের মেয়ে সায়মাকে উদ্ধারের ঘটনার পর অরূপ অনেক দিন নিজ মনে ঢাকায় করপোরেট চাকরিই করছিল। কিন্তু আবার অরূপের ডাক পড়ল নতুন এক রহস্য উন্মোচনে। রাতের ট্রেনে উঠে এক পাখি ডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে নামল মফস্বল শহরের স্টেশনের তিন নম্বর প্ল্যাটফরমে...।

এটা ফ্ল্যাপের লেখা। মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘৩ নম্বর প্ল্যাটফর্ম’। থ্রিলার ধাঁচের এই উপন্যাসে উঠে এসে সুপ্রাচীন একটি জংশন এলাকার চিত্র, যেখানের সংস্কৃতির পাশাপাশি গল্প দৌড়াতে থাকে ঘোড়ার মতো। বিন্দুমাত্র বিরক্তির সুযোগ নেই।

এ বিষয়ে কথাসাহিত্যিক মাহতাব হোসেন বলছেন, আমার লেখার একটি পরিচিত ধাঁচ রয়েছে। সে ধাঁচে শুরু করলেও এবার লিখলাম সম্পূর্ণ গোয়েন্দা উপন্যাস। ‘৩ নম্বর প্ল্যাটফর্ম’-র পূর্বে রাজপুতও একটি গোয়েন্দা উপন্যাস ছিল বটে, কিন্তু আমি বলছি না। এই উপন্যাসে এক ধরনের মাদকতায় রাখার চেষ্টা করেছি যেন আচ্ছন্নের মতো পাঠক একটানা পড়ে শেষ করতে পারেন।

বইটি যথাক্রমে পাওয়া যাচ্ছে ঢাকা অমর একুশে গ্রন্থমেলার অনিন্দ্য প্রকাশের স্টল নং ৭২৫-৭২৮ (মুক্তমঞ্চের সাথে), চট্টগ্রাম বইমেলার স্টল নং ২৯,  খুলনা বইমেলার স্টল নং ৬১ তে পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি ডটকমে সহজলভ্য।

ইত্তেফাক/জেডএইচডি