শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পাঁচ লক্ষ আসনের জন্য এয়ার এরাবিয়ার বিশেষ ছাড়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার প্রথম এবং সবচেয়ে বড় ব্যয় সাশ্রয়ী এয়ারলাইন্স এয়ার এরাবিয়া যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ক্যাম্পেইন শুরু করেছে। 
'সুপারসিট সেল' শীর্ষক এই ক্যাম্পেইনে ৫ লক্ষ আসন পুরো নেটওয়ার্কের যাত্রীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

আগে আসলে আগে পাবেন ভিত্তিতেই এই টিকিটগুলো বরাদ্দ দেয়া হবে। এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত (শারজা এবং আবুধাবি) এবং সেখান থেকে সৌদি আরব তুরস্ক জর্ডান কাতার পোল্যান্ড গ্রীস ইতালি মিশর আজারবাইজান এবং অন্যান্য গন্তব্যের টিকেটগুলো পাওয়া যাবে।

গন্তব্যগুলোর একক যাত্রায় সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১১হাজার ৮৬৬ টাকা। চলমান ক্যাম্পেইনের বিশেষ অফারটি ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত চলবে।

এই অফারের যাত্রীরা ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত বুকিংয়ের টিকিটে ভ্রমন করতে পারবেন। ১১হাজার ৮৬৬ টাকার ভাড়ায় চট্টগ্রাম এবং ঢাকা থেকে শারজা এবং আবুধাবি ভ্রমন করা যাবে। উল্লেখ্য এয়ার এরাবিয়া বর্তমানে পৃথিবীর ২০০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

ইত্তেফাক/এএম
 
unib