শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সম্পর্ক জোরদারে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে কাতারের আমির 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

দুইদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তার সফরকে ভারত অসম্ভব গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লি বিমানবন্দরে কাতারের আমিরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেছেন, এই সফর ভারত-কাতারের সম্পর্ক আরও জোরদার করবে। 

কর্মকর্তারা জানিয়েছেন, কাতারের আমিরের সঙ্গে উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি কাতারের আমিরের দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১৫ সালের মার্চে ভারত সফরে আসেন কাতারের আমির।  

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে ভারতের আট লাখ ৩০ হাজার কর্মী কাজ করেন। বিদেশি কর্মীদের নিরিখে ভারতীয়রাই দেশটিতে শীর্ষে রয়েছে। সেদিক থেকে কাতার ভারতের কাছে অনেক গুরুত্বপূর্ণ। একইসঙ্গে কাতারও ভারতীয় কর্মীদের ওপর অনেকটাই নির্ভরশীল। বিশেষ করে দেশটির নির্মাণশিল্প ভারতের কর্মীদের ওপর নির্ভরশীল। 

ডয়চে ভেলের আরও জানিয়েছে, ভূরাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের গুরুত্ব অপরিসীম। মধ্যপ্রাচ্যে কাতার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসঙ্গে ভারতের গুরুত্বও অস্বীকার করতে পারে না কাতার। সেইদিন থেকে কাতারের আমিরের ভারত সফর অনেক গুরুত্বপূর্ণ। 

ইত্তেফাক/এনটিএম/এসআর
 
unib