শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পরিচালক স্বামীর নতুন প্রেমের খবরে খুশি অভিনেত্রী স্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯

সম্প্রতি নিজের নতুন প্রেমের খবর প্রকাশ্যে এনেছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। ‘রাস’ ছবির এক সহকারী পরিচালকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। আর ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিনই সকলের সামনে নিয়ে এলেন প্রেমিকাকে। তথাগতের প্রেমিকার নাম আলোকবর্ষা বসু। তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ‘রাস’ ছবিতে।

খাতা-কলমে আজও বিবাহিত তথাগত। ২০১২ সালে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা। তিন বছর আগে দুজনের সংসারে ফাটল ধরে। এরপর আলাদা হয়ে যান দু’জন। তবে এখনও ডিভোর্স দেননি একে অন্যেকে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তথাগতের নতুন প্রেমের খবর শুনেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার স্ত্রী দেবলীনা। যেখানে তিনি বলেছেন- ‘সংবাদমাধ্যমে জানলাম, খাতা-কলমে আমার স্বামী পরিচালক তথাগত মুখোপাধ্যায় সত্যি সত্যি প্রেমে পড়েছেন। এটাই এতদিন আমি বলতে চেয়েছি সকলকে, বোঝাতে চেয়েছি।’ 

দেবলীনা বলেন, ‘এর আগে যে খবর তৈরি করা হয়েছে, ছড়ানো হয়েছে- সেটা মিথ্যা। গত তিন বছরে কেউ ছিল না ওর জীবনে, কোনও প্রেম ছিল না। যতবার বলেছি ততবার আমাকে ‘পাগল’, ‘মানসিক রোগী’ আখ্যা দেওয়া হয়েছে। এমনটাও শুনতে হয়েছে, অস্তিত্ব টিকিয়ে রাখতে জোর করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি। ভুল প্রমাণ করতে চাইছি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে। এবার কী বলবেন? শেষ পর্যন্ত প্রমাণিত, আমি ভুল নই, আমিই সঠিক।’

তথাগত মুখোপাধ্যায়, আলোকবর্ষা বসু ও দেবলীনা দত্ত। ছবি: সংগৃহীত

‘বিশ্বাস করুন বা না করুন, এ বছরের ভালোবাসা দিবস আমার জীবনে সেরা। কারণ তথাগত সুখী। ও নিশ্চিতভাবে প্রেমে পড়েছে তা ইতোমধ্যেই প্রকাশ্যে। এটা শোনার পর থেকে আমি যে কী খুশি, ভাষায় প্রকাশ করতে পারব না!’ যোগ করেন তিনি। 

দেবলীনা আরও বলেন, ‘কোনও হিংসা, রাগ, ক্ষোভ- কিচ্ছু নেই। আমি আনন্দে বিভোর। বরাবর বলে এসেছি, তথা কোনওদিন ঠিকঠাক প্রেম করলে সকলকে জানাবে। ও প্রেম লুকিয়ে রাখার মতো মানুষ নয়। কারণ, আমার থেকে বেশি তথাগতকে আপনারা চেনেন না। এরপরেও হয়তো বলবেন, ফের ভুল বকছি। তাই যদি হবে, তাহলে গত তিন বছরে যে মধ্যবর্তিনী খবরের শিরোনামে এসেছেন, তার সঙ্গে ‘প্রেমে আছি’- এই কথাটা ও বলেনি কেন? অথচ মাত্র দু’মাসের সম্পর্ককে ‘প্রেম’ আখ্যা দিয়ে ফেলল? এটাই বাস্তব, এটাই তথাগত।’

তিনি বলেন, ‘এবার বলবেন, খাতায়-কলমে আমরা এখনও স্বামী-স্ত্রী। তার পরেও স্বামীর প্রেম শুনে খুশি কিভাবে? আমার একাধিক যুক্তি রয়েছে এখানে। এক, আমরা বিচ্ছেদের মামলা দায়ের করিনি। কিন্তু গত তিন বছর ধরে আমরা এক ছাদের নীচেও থাকি না। ফলে, সেই অর্থে আমাদের দাম্পত্য নেই। দুই, শীর্ষ আদালত যখন এক সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কের মান্যতা দেয় সেখানে আমি বলার কে? তিন, আমি প্রচণ্ড ভালোবাসি তথাগতকে, এখনও। ওর ভাল থাকাটাই কাম্য। তাই আমি খুশি।’

‘এই ভালোবাসাই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে দিয়েছে। এখনও আমাদের পোষ্য সন্তানের বিষয়ে আমাদের কাছেই ফোন আসে। এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথার কোনও ছবিতে চোখের তলায় কালি দেখলে ফোন করে জানতে চাই, চোখের কোলে কালি কেন? তুমি ভালো নেই? ওর এমন অনেক গোপন কথা জানি, যা আর কেউ জানে না। তথাগত মুখোপাধ্যায়কে এভাবেই আজীবন ভালোবেসে যাব। এভাবেই আমার জীবনে আজীবন থেকে যাবে সে।’ যোগ করেন দেবলীনা দত্ত।

ইত্তেফাক/এসএ
 
unib