বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

দিনাজপুর

শহীদ আল-আমিনের মরদেহ উত্তোলন করতে দেয়নি পরিবার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

দিনাজপুরের বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আল-আমিন ইসলাম সেলিমের মরদেহ কবর থেকে উত্তোলন করতে দেয়নি তার পরিবার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন মরদেহ উত্তোলনের কথা বললে শহীদের বাবা ওয়াজেদ আলী এতে অসম্মতি জানান। 

জানা গেছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সাভারে বন্ধুদের সঙ্গে বিজয় মিছিলে যোগ দেন আল-আমিন ইসলাম সেলিম। মিছিলটি সাভার থানা রোডের মুক্তির মোড়ে পৌঁছলে পিঠে গুলিবিদ্ধ হন আল-আমিন। বন্ধুরা সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এমন পরিস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই আল-আমিনের মরদেহ তার গ্রামের বাড়ি ডাবরা জিনেশ্বরীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

পরে ওয়াজেদ আলী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১১৯ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০০/১৫০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ করলে হত্যা মামলা রুজু হয়।  মামলার সঠিক তদন্তের স্বার্থে আদালত শহীদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। 

সেই ধারাবাহিকতায় সোমবার বিকালে মরদেহ উত্তোলনের কথা জানালে ওয়াজেদ আলী এতে অসম্মতি জানান। সেই সঙ্গে মরদেহ উত্তোলন ও তদন্ত স্থগিত চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রটে বরাবর লিখিত আবেদন করেন।

দীপঙ্কর বর্মন সাংবাদিকদের জানান, মামলার বাদী শহীদ আল-আমিনের বাবা এবং পরিবারের লোকজন অসম্মতি জানিয়েছেন। পরবর্তী নির্দেশের জন্য আদালতে প্রতিবেদন পেশ করব।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib