রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

৪৪তম বিসিএসের ভাইভার তারিখ পেছাল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ২৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪৪তম বিসিএসের সাধারণ এবং কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওইদিনের মৌখিক পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

 

মৌখিক পরীক্ষার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে পিএসসি।

ইত্তেফাক/এনএ