মেহেরপুরের গাংনীতে ১টি ওয়ান শুটারগানসহ ৩জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বাড়ির আঙ্গিনা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের পরপরই ৩ জনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন—জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), একই গ্রামের আলী হোসেনের ছেলে জিনারুল ইসলাম (২৫) ও মৃত হেলাল উদ্দীনের ছেলে শামীম আজাদ ওরফে বাবুল (৩৮)।
র্যাব জানায়, ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বাড়ির থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিক রতন আলীর সঙ্গে তরিকুল ইসলামের বিরোধ চলছি। এ নিয়ে মামলাও চলমান। বিরোধের জেরে রতন আলীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে তার বাড়ির মাটির নিচে অস্ত্র লুকিয়ে র্যাবকে খবর দেয় তরিকুল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে র্যাব।
পরে তথ্যদাতার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে অস্ত্র লুকিয়ে রেখে রতন আলীকে ফাঁসানোর কথা স্বীকার করেন তথ্যদাতা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়।
র্যাবের ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, রতন আলীর ফাঁসাতে তার বাড়ির মাটির নিচে শুটারগানটি পুঁতে রাখা হয়েছিল বলে স্বীকার করেছেন তথ্য দাতা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।উদ্ধার অস্ত্রসহ আটককৃতদের গাংনী থানায় হস্তান্তর করা হবে।