সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভাঙা সিটে বসানো হলো মন্ত্রীকে, সমালোচনার মুখে এয়ার ইন্ডিয়া

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬

ভাঙা সিটে বসতে বাধ্য করায় এয়ার ইন্ডিয়ার প্রকাশ্যে সমালোচনা করলেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বিমান সংস্থাটির বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ভোপাল শহর থেকে রাজধানী নয়াদিল্লিগামী বিমানে উঠলে ওই মন্ত্রীকে একটি 'ভাঙা আসন' বরাদ্দ দেওয়া হয়।

এক্স-পোস্টে চৌহান অভিযোগ করেছেন, তিনি যখন বিমান সংস্থার কর্মীদের জিজ্ঞাসা করেন, কেন তার জন্য বরাদ্দ আসনটি ভাঙা? তখন তাকে বলা হয়, 'ম্যানেজমেন্ট সিটের টিকিট বিক্রি করেছে।'

এই মন্ত্রীর দাবি, বিমানে আরও এমন অনেক ভাঙা সিট রয়েছে। তিনি বলেন, সহযাত্রীরা আমাকে আমার আসন পরিবর্তন করতে এবং আরও ভালো আসনে বসতে অনুরোধ করেছিল। তবে আমি কেন আমার জন্য অন্য বন্ধুকে বিরক্ত করব?

চৌহান বলেন, টাটা গোষ্ঠী পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে এয়ার ইন্ডিয়ার পরিষেবার উন্নতি হত বলে তিনি যে ধারণা করেছিলেন, তা মিথ্যে প্রমাণিত হয়েছে। যাত্রীদের পুরো টাকা নেওয়ার পর খারাপ ও অস্বস্তিকর আসনে বসিয়ে দেওয়া অনৈতিক।

এদিকে মন্ত্রীর 'অসুবিধার' জন্য দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বিষয়টি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের টাটা গ্রুপ প্রায় ৭০ বছর পর বিমান সংস্থাটির মালিকানা ফিরে পেয়ে ২০২২ সালে দেশের বৃহত্তম আন্তর্জাতিক ক্যারিয়ার এবং দ্বিতীয় বৃহত্তম দেশীয় ক্যারিয়ার এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল। অধিগ্রহণের সাথে সাথে ভারতীয়রা একটি উন্নত পরিষেবার আশা করেছিল, তবে এখন পর্যন্ত তারা হতাশার মুখোমুখি হয়েছে।

ইত্তেফাক/এসকে