শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বেলিয়ার চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৩

বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর এন্ড লিফ্ট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)র ৪র্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুলশান ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করেন বেলিয়ার প্রেসিডেন্ট এমদাদ উর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. শফিউল আলম উজ্জ্বল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির।

সভায় সভাপতি ২০২৪ সালে অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রমের উপর বিভিন্ন আলোচনা তুলে ধরেন। সাধারণ সম্পাদক ৩য় বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন এবং তা অনুমোদিত হয়। সংঘ বিধি ও সংঘ স্মারক সংশোধনী পেশ ও সিদ্ধান্ত গৃহীত হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

অর্থ সম্পাদক ২০২৫ সালের বাজেট উপস্থাপন করেন এবং তা পর্যালোচনার পর অনুমোদন হয়। এছাড়া ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন করেন এবং ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগ চূড়ান্ত হয়।

ইত্তেফাক/আরআর