মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নারী ফুটবলে নতুন দিনের শুরু আজ 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮

দুবাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ফিফা প্রীতি ম্যাচ আজ। প্রতিপক্ষ আরব আমিরাত। দুটি ম্যাচ হবে, একই প্রতিপক্ষের বিপক্ষে। আজ প্রথম ম্যাচটি ফিফার স্বীকৃতি পেয়েছে, ২ মার্চ অনুষ্ঠিতব্য ম্যাচটি শুধুই প্রীতি ম্যাচ হিসেবে ধরা হবে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় খেলা শুরু হবে। ম্যাচ নিয়ে গতকাল কোনো সংবাদ সম্মেলন হয়নি। সোমবার রাতে ঢাকা থেকে আরব আমিরাত যায় বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল রাতে অনুশীলন করে। 

আজকের ম্যাচ দিয়ে বাংলাদেশের নারী ফুটবলে নতুন দিনের শুরু হবে। যারা বাংলাদেশ দলে রয়েছেন তারা সবাই নতুন, আট জন ফুটবলার রয়েছেন যারা ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্কোয়াডে ছিলেন। মূলত যারা সাফের সিনিয়র ফুটবলার তারা কেউ বর্তমান দলে নেই। ১৮ জন সিনিয়র ফুটবলার, অভিজ্ঞ ফুটবলার। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার দাবিতে বিরুদ্ধে বিদ্রোহ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা, সানজিদা, মারিয়া, ঋতুপর্ণা চাকমরা। 

একসঙ্গে সব সিনিয়র ফুটবলার ছাড়াই নতুন একটি দল নিয়ে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। যাওয়ার আগে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল সাফ চ্যাম্পিয়ন সিনিয়র এবং অভিজ্ঞ ফুটবলাররা দলে নেই। কোচ সেদিন বলেছিলেন, ভুলে যাও সাফ চ্যাম্পিয়ন হওয়ার কথা। সাফ চ্যাম্পিয়ন সেটি পুরোনো হয়ে গেছে। সামনের দিকে তাকাও। আগামীতে কীভাবে দেশের ফুটবল এগিয়ে যাবে সে পরিকল্পনা করো।' ২০২৬ সাফের জন্য কোচ টার্গেট করছেন। 

সাবিনা বছরের পর বছর টানা অধিনায়ক ছিলেন। তার বদলে নতুন অধিনায়ক আফঈদা খন্দকার। তিনিও খুব আত্মবিশ্বাসী। নিজেদের খেলা নিয়ে থাকতে চান। ব্রিটিশ কোচ পিটার বাটলার সিনিয়র ফুটবলারদের টিকটক, রিলস তৈরি করা, খেলার চেয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকা, এসব কিছু খেলার বাইরে রাখতে চান কোচ পিটার।

ইত্তেফাক/জেডএইচ