শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

টটেনহামের বিপক্ষে ম্যানসিটিকে জেতালেন হালান্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের দেয়া একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ পর টটেনহ্যামের মাঠে জয়ের দেখা পেপ গার্দিওলার দল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে ম্যানসিটিকে আতিথ্য দেয় টটেনহাম।

জয়ের পথে ফিরতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। গোলও পেয়ে যায় ম্যাচের ১২তম মিনিটে।

জেরেমি ডুকোর বাড়ানো বল থেকে চমৎকার ভাবে জালে বল জড়ান হালান্ড। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাত ছাড়া হলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতির পর খেলার চিত্র বদলাতে থাকে। পাল্টা আক্রমণ শুরু করে টটেনহাম। কিন্তু সেই আক্রমণগুলো খেই হারাচ্ছিল সিটি রক্ষণের সামনে।

এক পর্যায়ে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা সাজায় দু’দল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই। 

ম্যাচের শেষ দিকে হালান্ড জালের দেখা পেলেও বল হাতে লাগায় ভিএআরে বাতিল হয় সেই গোল। প্রথমার্ধের দেয়া একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ অবস্থানে ম্যানসিটি। অপরদিকে, সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দশের বাইরে অবস্থান করছে টটেনহাম।

ইত্তেফাক/কেএইচ