মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আরব আমিরাতে মেয়েদের আজ শেষ ম্যাচ 

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৩:১৩

নারী ফুটবলে আরব আমিরাতের বিপক্ষে আজ বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচ। গত ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলে হেরেছিল (৩-১) বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচের মধ্যে ওটাই ছিল আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ম্যাচ। আজ যেটি হবে সেটা ফিফা ম্যাচ নয়, তবে প্রীতি ম্যাচ হিসেবেই থাকবে। 

আরব আমিরাতে গতকালই প্রথম রোজা হয়ে গেছে। দলের সূত্রে জানা যায়, কোনো ফুটবলার রোজা রাখুক না রাখুক তাদের জন্য সেহরি এবং ইফতারের ব্যবস্থা ছিল। গতকাল সন্ধ্যায় হোটেলে ইফতার সেরে অনুশীলনে গেছে ফুটবল দল। রাতে বাংলাদেশ সময় সাড়ে ১১টায় অনুশীলন শেষ হয়। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আরব আমিরাতের বিপক্ষে আফঈদাদের ম্যাচ। প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে খেলা। 

বাংলাদেশের নারী ফুটবলারদের কাছে কাগজে-কলমে আজকের ম্যাচটির গুরুত্ব না থাকলেও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ। সান্ত্বনার ম্যাচ হিসেবেও জয় নিয়ে ফিরতে চান খেলোয়াড়রা। প্রথম ম্যাচটা যেমনই হোক, আজকের ম্যাচ থেকে খুঁজে বের করতে চান-তারা কতোটা উন্নতি করেছেন। বাংলাদেশের বর্তমান দলটা একেবারেই নতুন। আগামীর বাংলাদেশের কথা ভাবনায় রেখে নতুন দলটি গড়ে তোলার চেষ্টা করছে। সাবিনা খাতুন, কৃষ্ণা, মারিয়া, মনিকা, তহুরা, সানজিদা, শামসুন নাহার, শিউলী, মাসুরা, নীলা, ঋতুপর্না চাকমার মতো ফুটবলাররা এক দিনে তৈরি হয়নি। দিনের পর দিন হাড়ভাঙা খাটুনি, আর পরিকল্পনা নিয়ে এত দূর এগিয়েছে। 

সেই দলটার ১৮ ফুটবলার নেই বর্তমান দলে। ব্রিটিশ কোচ পিটার বাটলারকে সরিয়ে দেওয়ার বিদ্রোহে ১৮ ফুটবলার খেলবেন না। তাদেরকে ছাড়াই পিটার বাটলারকে দিয়ে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে পাঠানো হয়েছে। প্রথম ম্যাচে হারলেও কোচ হতাশ না। বাফুফেও হতাশ না। মাত্রই অনেকের শুরু। কোচ এসব নিয়ে ভাবছেন না। কেউ যদি সমালোচনা করেনও, তাতেও কোচ তাকিয়ে দেখছেন না। নতুন একটা দল নিয়ে শুরু করলে প্রথম দিনেই সব সাফল্য পাওয়া যায় না। আন্তর্জাতিক ম্যাচ খেলার অনেক সুযোগ রয়েছে। এ বছর নারী সাফে বয়সভিত্তিক খেলা রয়েছে। 

আগামী বছর নারী সিনিয়র সাফ রয়েছে। মূলত সেই লক্ষ্য নিয়ে ব্রিটিশ কোচ পিটারকে দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে। গত সাফের আগে জুনে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলে হেরেছিল বাংলাদেশ। গত অক্টোবর সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ফুটবল দল।

ইত্তেফাক/জেডএইচ