মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ২০ যাত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬:৪৫

গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ২০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময় উজিরপুরে এসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা।

   

সংশ্লিষ্টরা জানায়, ধারণা করা হচ্ছে বাসের এসি থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি তদন্ত করে বলা যাবে।    
  
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় গ্রীন লাইন পরিবহনটি বরিশালের উদ্দেশ্যে আসছিলো। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। পরে বাস থেকে যাত্রীদের দ্রুত নামিয়ে দেয় কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।    

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানায়, শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ইত্তেফাক/এমাআর/পিএস