দীর্ঘদিন ধরে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কালেভদ্রে দুই একটি ম্যাচে তার ব্যাট হাসলেও বেশির ভাগ ম্যাচে সেটি নিজের নামের মতোই শান্ত থাকছে।
জাতীয় দলের পরে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তবে ব্যাট হাতে খারাপ সময় গেলেও সেটি নিয়ে বেশি চিন্তা করছেন না শান্ত। দল জিতলে এবং সতীর্থরা ভালো করলে নিজের ব্যর্থতাকে চাপ হিসেবে নিতে চান না তিনি। জাতীয় দল ও ডিপিএলে আবাহনীর হয়ে খেলা নাহিদ রানাকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন তিনি। এ দিকে তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের তুলনা না করতে অনুরোধ করেছেন তিনি।
গতকাল নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতা নিয়ে বলেছেন, 'নিজের ব্যাটিং নিয়ে চিন্তা করছি না। দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিতছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ঐ ভাবে চিন্তা করছি না।' জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মিশ্র অভিজ্ঞতা হয়েছে শান্তর। ভারতের বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৭৭ রানের ইনিংস। আবাহনীর হয়ে চার ম্যাচে ব্যাট হাতে নেমেও ভালো কিছু করতে পারেননি। এক ম্যাচে সর্বোচ্চ ৩৭ রান করেছেন। তবে সবমিলিয়ে দল ভালো করায় বেশি চিন্তিত নন তিনি। আবাহনীকে নিয়ে বলেছেন, 'দল খুব ভালো অবস্থানে আছে। সামনে বড় কিছু ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে কীভাবে ইতিবাচকভাবে খেলতে পারি, সেটি গুরুত্বপূর্ণ।'
বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডবের মতো নতুন কোনো জুটি পাওয়া যায়নি। অভিজ্ঞ ক্রিকেটার যারা ছিলেন, তাদের বিকল্প এখনো তৈরি করতে পারেনি বিসিবি। এই জায়গা থেকে অনেকেই তরুণ ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞদের ছাঁয়া দেখতে পান, তুলনা করেন। সেটি করতে নিষেধ করেছেন শান্ত। সম্প্রতি মাহফুজুর রহমান রাব্বির সঙ্গে সাকিব আল হাসান কিংবা আরো অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে তরুণ ক্রিকেটারদের তুলনা করা হয় বিভিন্ন অঙ্গনে। এটি ভালোভাবে দেখেন না শান্ত। এমন তুলনা না করার অনুরোধ করে তিনি বলেছেন, 'এটি তরুণ ক্রিকেটারদের জন্য বাড়তি চাপ তৈরি করে। তারা প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনূর্ধ্ব-১৯ একজন ক্রিকেটারের ক্যারিয়ারের কেবল শুরু। খুব গুরুত্বপূর্ণ যে, এখানে থেকে কতটুকু উন্নতি করে সামনের দিকে তারা এগিয়ে যাবে। যে সমস্ত তরুণ ক্রিকেটার আসছেন, তাদের নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো। তাদেরকে তাদের কাজটা করতে দেওয়া উচিত। তাহলে তারা সামনের দিনে ভালো প্রতিক্রিয়া দিতে পারবে।'
এ দিকে আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এই টুর্নামেন্টের নিলাম থেকে বাংলাদেশের নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন ডাক পেয়েছেন। তবে এই টুর্নামেন্ট চলাকালীন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তাতে এই তিন ক্রিকেটারের পিএসএল খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই জায়গা থেকে শান্ত জানিয়েছেন, 'এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক সবকিছুর ওপর। কিন্তু আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ঐ দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।'
উদীয়মান পেসার নাহিদ রানা নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেছেন, 'দেশের ক্রিকেটের খুব ভালো সম্পদ নাহিদ রানা। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে, সে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে বজায় রাখছে। বিশেষ করে জাতীয় দলের ফিজিও ও আবাহনীর হয়ে যারা কাজ করছেন, তারা নির্দেশনা দিচ্ছেন। সে অনুযায়ীই ম্যাচ খেলছে। এখনো পর্যন্ত সে ফিট রয়েছে, ঐ শক্তিটা নিয়েই সে খেলছে। সামনে যে ম্যাচগুলো রয়েছে, সেগুলোও সে একই পরিকল্পনা নিয়ে খেলবে যা ফিজিওরা দিচ্ছেন। আশা করছি সে সুস্থভাবে টুর্নামেন্টটি শেষ করতে পারবে।'
জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে হান্নান সরকার এখন কোচিংয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি ডিপিএলে তিনি আবাহনীর প্রধান কোচ হিসেবে রয়েছেন। তার সংস্পর্শেই রয়েছেন শান্তরা। কোচ হিসেবে কেমন করছেন হান্নান সরকার, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, 'এত তাড়াতাড়ি তাকে বলাটা কঠিন। প্রধান কোচ হিসেবে এই পর্যন্ত যতটুকু করেছেন খুব ভালো কাজ করেছেন। উপভোগ করছি।'